হঠাৎ বৃষ্টি
মিলন বাশার
মেঘ চাইতে বৃষ্টির মতো তুমি এলে
হৃদয়ের ফাগুনে দোল খেতে খেতে
ছড়াতে থাকলো বসন্ত বাতাসে ফুলের সুবাস।
প্রজাপতির রঙিন পাখায় দেখি
তোমার অপরূপ রূপের আলপনা
শিসে তোমার নাম শুনি সুমধুর
তুমি হাসতে থাকো কচি খুকির মত
ফুটন্ত ফুলের মতোই তোলনে তুমি।
আমার শ্বাশত পৌরুষ জাগরিত হয়
তোমার সেই হাসি ও সৌন্দর্যের কাছে
তবে তুমি টের পাওনা আমার লুকোচুরি
যা আমার জন্য খানিকটা আনন্দের বিষয়।
মন চায় বলি, তোমায় আদর করার অধিকার দিতে
কিসের যেন বাধা পথ আগলে রাখে।
তোমার এই আগমন আমার জীবন বীণার তারে
যে ঝংকার তুলেছে তার অমৃত সুর মূর্চ্ছণায়
ডুবে থাকতে চাই অমিয় শান্তির নেশায়।
মুখের নয় চোখের ভাষায় যেদিন তুমি
আমাকে বুঝবে তোমাকে কতখানি ভালবাসি
সেদিন আমি তোমাকে আদর করার
অধিকার পেয়ে যাব; আর তখনই আমাদের
ভালোবাসার ষোল কলা পূর্ণ হবে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া