প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৩:৫২ পি.এম
বিদ্যুৎ বিহীন জীবন : ইঞ্জিনিয়ার মাহবুব খান
বিদ্যুৎ মহাশয় যেদিন থেকে চলছে আঁকাবাঁকা,
৭০ টাকায় সেদিন একটা কিনলাম হাতপাখা।
ভাবলাম কদিন মানিয়ে নিব ভেবে প্রাচীনকাল,
বাপ-দাদারা যেমন করে কাটাতো দিনকাল!
এখন দেখি ভেবেছি যা তা মোটেও নয়,
হাতপাখা ঘুরাতে ঘুরাতে হাতে হলো ক্ষয়!
কি কারণে বিদ্যুৎ বিভ্রাট তাও জানিনা,
পবিত্র মাহে রমজানও ছাড় পেলোনা।
যেমন গরম তেমন মশা বেঁচে থাকা দায়,
না ঘুমিয়ে বসে আছি হয়ে নিরুপায়।
আইপিএস এর মালিক যারা তাদের মুখে তালা,
কারণ তারা জানেনা বিদ্যুতের কি জ্বালা।
বিদ্যুৎ বিহীন জীবন যেন অচল দেহে প্রাণ,
ডিজিটাল বাংলাদেশে এটা বড়ই বেমানান।
হাতপাখার বাতাসে আর পরাণ জুড়ায় না,
বিদ্যুৎ আমার অধিকার নয়তো করুণা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া