প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৮:২৬ পি.এম
প্রেম এবং পরিণতি : রবিউল হাসান

-
হঠাৎ শিহরিত বুকের জমিন
কেঁপে উঠলো থরথর।
জীবনের প্রান্ত ছুঁয়ে গেল
যৌবন সিক্ত ভালোবাসার প্রলেপ।
-
কত বছর কেটে গেলো
অথচ কেউ বলেনি
সাহস আছে বুকে!
-
রুদ্র ছায়ায় কত ছুটেছি
অথচ কেউ আদর করে বলেনি
তোমার কাছে প্রেম আছে!
দেবে আমায়?
-
দক্ষিণের জানালা-
আমি কত রাত পযর্ন্ত খুলে রেখেছি
তুমি আসবে বলে- আসলেনা
-
আজ অবেলায় ডাকলে!
সীমানা পেরিয়ে আসতে পারিনা
চারদিকে গজিয়ে উঠেছে বৃহৎ দেয়াল।
-
আজ তোমার সকরুণ ডাক
বিদীর্ণ করেছে আকাশ!!
অথচ আজ আমার বুকে -
অনেক সাহস -------
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া