মনের সাথে মনের হয় নাতো কথা,
আপন লোকে তাইতো দিয়ে যায় ব্যাথা।
নিজকে সময় দিতে সদা অবহেলা
পর -উপকারে কেটে গেছে সব বেলা।
সময়কে হেলা করে বসে কাঁদি একা
দোষারোপ করে যায় ভাগ্যে আছে লেখা।
সময় হারিয়ে টানি হতাশার গ্লানি
অকর্মা শোনায় আজ অমর সে বাণী।
ভুলে গেছে করে আসা মানবিক কাজ
ভণ্ড লোক জোরে করে শাসন সমাজ।
মন সাজায়নি কখনো আলপনায়
কে নিবে এখন তাই জীবনের দায়।
অবুঝ শিশুর মতো কেটে গেলো দিন
নিজের পেটের কাছে নিজের যে ঋণ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া