স্বপ্নের মেট্রোরেল
অসাধারণ এক দ্রুতগামী বাহন,
যানযটের শহর ঢাকাতে এক আশীর্বাদ।
একটি স্বপ্নের গল্প
এতদিন শুনেছি শুধু
গণমানুষের মুখে মুখে,
দেখে এলাম দুচোখ ভরে
স্পর্শ নিলাম,
আর অনুভূতি নিলাম
মেট্রোরেলে ভ্রমণ করে।
এ অনুভূতি বলে শেষ করা যাবে না
যেনো এক স্বপ্নের দেশে এসে গেছি,
এ আমার দেশ, বাংলাদেশ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া