প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ৯:৩৯ পি.এম
তাসের প্রাসাদ : শেখ মোমতাজুল করিম শিপলু

এই ধরণীর মিথ্যে মায়ায়
আছি প্রেমে পড়ে,
তাসের প্রীতি প্রাসাদ গড়ে
বৃথা জীবন লড়ে।
আগন্তুক সব ভাবনাগুলো
কাঁচের ফ্রেমে সাঁটা,
হিংসের ধরায় এই বুনিয়াদ
কলঙ্ক হয় আঁটা।
ক্ষণ ক্ষণিকে স্বপ্ন সুখে
যত্নে আঁকড়ে ধরি,
অহংকারে পথ যে চলি
প্রভু নাহি ডরি।
প্রমোদ মনে মৃত্তিকাকে
বাঁচতে ঝাপটে ধরি,
সত্যের সনে মিথ্যা হয়ে
যুগ যুগান্তর লড়ি।
আকাশচুম্বী স্বপ্নে বিভোর
চোখ নীচু না নামে,
মানুষ কভু তার স্বভাবে
নাই যে পশুর দামে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া