ব্যথার নীল কষ্ট
আমি ব্যাথায় বুক ভাসিয়ে লিখেছি কবিতা।
তবু যাও তুমি ________ জিতে।
হারাবার যা হারিয়ে আমি হেরেছি,
তবু নিজে থাক মুক্ত, তোমায় অবলীলায় দিয়েছি মুক্ত পত্র।
আমি ভালো বেসে বুকের পাঁজরে লিখছি অবিলাস।
চিরতরে বন্ধ রেখেছি তোমাকে
ভালো বাসা র আঁশ।
আমি হৃদয়ের জলে লিখে যাই কবিতা,
তবু তোমায় দিয়েছি মুক্তি,মন আমার বিনিময়ে চায় নি কোন যুক্তি।
হৃদয় ব্যাথায় ব্যথীত আমি কি হবে ----------- আমার ব্যাথার কথা বলে এক হৃদয় হীনের কাছে।
সে তো আছে অন্য কোন মহা সমুদ্রে আনন্দে ডুবে,
আমি ব্যাথার নীল সমুদ্রে ডুবে
ছিন্ন ভিন্ন হয়ে করছি দিনমান পার!
ভালো থাকো সে থা তুমি হয়ে
অন্যর হৃদ কুমার।
ভালোবাসা
মনের সাথে মনের মিলন
নয়নে জুড়িয়ে নয়ন,
উথাল পাথাল হৃদয়ের অনুভব,
ভালোবাসা তৈরী হয় অনুভব অনুভূতিতে।
ঝর উঠে মননে প্রতিটি শিরা উপশিরায়,
হৃদয় তোলপাড় করা অনুভূতি ভালো বাসা
ভালোবাসা মননশীল, মনোজগৎ রাখে উচ্ছাসে।
নিঃসঙ্গতা বুঝায় প্রতি মূহুর্তে ,
মানে না জাত কূল মান ধর্ম।
হয়ত সূখী নয়তো বিরহ,
ভালোবাসা হৃদয়ের দখিন দুয়ার নিজ হাতে খুলে,
নিজের মানুষটাকে অনুভবে
রাখতে যে চায়,
কাটে না অলস দুপুর মায়া ভালোবাসার শিকল পড়ায়,
ভালোবাসায় তৈরি হয় নিদ্রাহীনতা, সে এক অনন্য অনুভূতির ক্লান্ত বিকেল।
প্রতি মূহুর্তে প্রহর গুনে আকাশের তাঁরা গুলোর
মিটি মিটি আলো মেখে অপেক্ষায় অনুরতি হয় হৃদয়ের অনুভব তৈরি হয় ভালো বাসা
ভালোবাসা মিশে থাকে অস্তিত্বে
বন্ধনহীন এক নিয়মের ভাজ ভালোবাসা।
১৯/০৪/২০২৪
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া