প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ৯:৪৯ পি.এম
বৃষ্টি ও মেঘমালা : সাগর আহমেদ

জলে জলে জল তরঙ্গ
জলের মাঝে ঢেউ,
সেই জলেতে বসে আছে
আউলা চুলে কেউ।
কে গো তুমি জল কন্যা
জলেতে নাইওরী,
খোঁপা সাজায়, কন্যা বলে
আমিতো মেঘ পরি।
একটু পরে উড়াল দেবো
যাবো মেঘের দেশে,
সাথে নেবো জলের কনা
অনেক ভালোবেসে।
রোদ বাতাসে জল উড়বে
সাজবে মেঘে মেঘে,
রৌদ্র মেঘের খেলাটাও
জমবে থেকে থেকে।
জল কনাতে মেঘের বাসর
হবে মেঘমালা,
তাথৈ তাথৈ বৃষ্টি হবে
কাটবে সারা বেলা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া