আষাঢ় শ্রাবণ মিলে হলো
বর্ষাকালের সৃষ্টি,
কালো মেঘের ভীড় জমেছে
ধরায় এলো বৃষ্টি।
রিমঝিমাঝিম ছন্দ সুরে
যখন বৃষ্টি আসে,
শহর গ্রামে চারিদিকে
নদীর জলে ভাসে।
নীল আকাশে সাদা মেঘে
অপরূপ সাজ ধরে,
বৃষ্টির জলে শিশুরা সব
খেলাধুলা করে।
গাছে গাছে কদম ফুটে
দেখতে ভালো লাগে,
সাদা হলুদ রং যে দেখে
মন আনন্দে জাগে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া