প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ১:০০ এ.এম
একটি নদীর নাম : রবিউল হাসান
হে বীর, তুমি বাঙালির
মহাকালের মহাকণ্ঠ
আজও বাংলার জমিনে বিস্তৃত।
আজও স্বপ্ন দেখায়
সোনার বাংলায়,
আজও ছবি আঁকে
হৃদয়ের বাঁকেবাঁকে।
হে বীর, কবিতার কণ্ঠে তর্জনী উঠিয়ে
যে বাণী তুমি দিয়েছিলে মন্ত্রের মতো
আজ ফলেছে সোনা, এই দেশ যতো।
আজও কাঁদে বাঙালি
তোমারে মনে করে করে
সাজায় ভালোবাসা ডালি
হৃদয় করে ফালি ফালি।
তোমার দেখানো পথ ধরে
আমরা আজ সীমানা পেরিয়ে
পৃথিবীর বুকে আছি মাথা উঁচু করে।
হে বিজয়ী বীর,শেখ মুজিবুর রহমান।
ভুলবেনা বাঙালি কখনো কোন দিন
তোমার করুণ আত্মদানের অবদান।
সুরের ব্যঞ্জনায় যে পাখি গান গায়
স্বপ্ন ছায়ায় যে কৃষক ঘুমায়
যে প্রেমিক নিশি রাতে তোমার ছবি আঁকে
তারাই সঁপেছে তোমার স্বপ্নের ভার
তোমার ঔরসের হাতে।
তোমার সন্তান, তোমার অবদান।
যে নদী অনন্ত প্রহর বহমান--
সে নদীর নাম শেখ মুজিবুর রহমান।।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া