প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ১২:৫৮ এ.এম
দখলদারি : আব্দুস সাত্তার সুমন

ক্ষান্ত হল নৌকা বাই
দুলছে ধানের শীষে,
ভূমিদস্যু, দখলদারি
ওত পেতেছে বিষে।
জামাত ঘেরা লাঙ্গল কাঁধে
শত দলের হানা,
সুযোগ বুঝে পরজীবী
ফন্দি তাদের জানা।
সমন্বয়ের আজান শুনে
সৈন্য সাজে রানী,
চারিপাশে মুখোশধারী
ভেসে আসে ধ্বনি।
বিচ্ছু সাপেরা আনাগোনা
নাচ্ছে তাধিন তানা,
অবুঝ প্রাণী ধরে এনে
রমরমা সেই খানা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া