আজ চিঠি দিবস
প্রিয়
চিঠি দিও।তোমার সারা দিনমানের খবর দিও।
মনের অন্তহীন দুঃখ ক্লেশ হৃদ গহীনের সব কষ্ট লিখে
দিও,লিখে দিও ভয় সংশয় অভিমানের ডালি সব লিখে দিও।
চিঠি দিও বন্ধু তুমুল ভালোবাসার আবেগে
ব্যাকূলতায় কেমন আছো জানিয়ে। হেমন্তের কোন
ঝরা বিকেলে বা বসন্ত যাপনে নূতন কেও হানা দিয়েছে তোমার হৃদগহীনে। চিঠি খানে লিখে দিও
তোমার মনের পান্ডুলিপির খবর জানিয়ে।
লিখ ফেলে আসা দিনের কথা, যখন ছিল তোমার
আমার খুব সখ্যতা।
চিঠি ই ত সেগুলোর স্বাক্ষর। চিঠি দিও টেস্কট অথবা
মেসেজে যা থাকবে আমার হৃদয়ের ভাঁজে।
বৃষ্টির পর এখনো কি রংধনু দেখ।যেথায় থাকে আমার
লুক্কায়িত মধুময় স্মৃতি। রংধনুর সাত রং হয়েছে আমার জীবনের বোবাকান্না।
তবু তোমার খুশি দেখে আমিও খুশি থাকি।ভালো
থাকার চেষ্টায় নিজকে ব্যস্ত রাখি।
আমার মনের ঝাঁপিতে জমানো শুভদিনের ছায়ায়
পিছনে ফিরে চাই।মনে দোলা জাগাই।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া