ত্রিশ বছর আগে এই দিনে শুরু
হয়েছিল সখ্যতা।
তারপর হয়েছে কত দেখা,
কত বেলা অবেলায় গান সুরে বেসুরে,
মাত্র একটি বার তোমাকে দেখার জন্য মন করত আনচান।
কথা ছিল কত আশা ছিল মনে
এক সময়ে বাধবো ঘর,
নিয়তি বাধা হয়ে দাড়ালো হয়নি
বাধা আর আমাদের ঘর।
ত্রিশ বছর দেখি না দেখা নেই,
কোনদিন দেখা হবে তাও জানি না।
যদি জানতাম দেখা হবে তবে পাহাড় ঝর্ণা নদী সমুদ্র অতলান্ত
সব পেরিয়ে ছুটে যেতাম তোমার বাড়ীর পাশে কালীগঙ্গা
নদীর পাড়ে।
এখনো তোমার জন্য যেখানে দাড়িয়ে করি অপেক্ষা,
যদি জানতাম আমার জন্য কর
অপেক্ষা,
পাড়ি দিতাম আটলান্টিক মহাসাগর।
মনে পেতাম অযুত নিযুত কোটি সূখ।
ত্রিশ বছর দেখি না তোমায়,
আমার দারিদ্রতা কেড়ে নিয়েছে
তোমায়।
এখনো সময় কাটে তোমার আশায়,
যদি জানতাম দাঁড়িয়ে আছো
লালন সাঁইজির মাজারে,
সাঁতরে ছুটে যেতাম একটু দেখার ছলে।
আমার কালো চুল হয়েছে সাদা,
মনে তোমার অপেক্ষার দানা বাঁধা।
যদি কোনদিন আস রমনার বটমূলে বর্ষবরণে গাইবে বলে,
আমি যেতাম সেথায় কোন উছিলায় তোমায় দেখার ছলে।
বর্ষবরণে বেলির মালায় জড়াব বলে।
আশা ছিল এক রতি চা বাগানের সবুজ জলসায় গড়ব নবজীবন,
কথা ছিল বাঁধব ঘর,
আমাদের মাঝে থাকবে না
দূরত্বের কোলাহল।
ত্রিশ বছর আজো তোমার স্মৃতি
বুকে নিয়ে আছি,
হলো না গড়া আমাদের একসাথে নবজীবন,
আর এলে নাগো চা বাগানের ঢালে।
বেঁচে আছি আজো তোমার স্মৃতি বুকে নিয়ে।
ঐ যে প্রথম দিন দেখেছিলাম
চাবাগানের ঢালে,
সেই মধু ক্ষন বুকে নিয়ে আজো
আছি অপেক্ষায়।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া