একটি অধ্যায় -----
অধ্যয়ন করতে করতে
স্বপ্ন শেষ হয়ে যায়।
হৃদয়ের ক্ষতটা অনাদরে
আরও বড়ো হয় ----
নির্জনতার সহচরে।
পৃথিবী হাসে - বিদ্রূপের হাসি।
চিরচেনা পৃথিবী মূহুর্তে
অচেনা হয়ে যায়।
একটি অধ্যায়
অবশেষে -----
হয়নি আর অধ্যয়ন।।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া