তুমি পন্ডিত, আমি সাধু,
মন খারাপের ঢেঁকি।
ভাঙ্গা ঘরে চাঁদের আলো,
পূণ্যি রাতে মারে উঁকি।
তোমার কালো কেশ,
হরিণি চোখের চাহনি বেশ।
চিরকুট ভালবাসার কথা,
আজো মনে করে পাই ব্যাথা।
টুকরো টুকরো নোটিশ করে,
মনটা মোর ব্যাকুল ঝরে ।
হৃদয়ের কপাট তালা মেরে,
অন্তরে জানালা খুলে ।
তোমার হৃদয়ের জানালা বন্ধ করে
চাবি নিয়ে কোথায় গেলে ।
আজো সারারাত দিন,
খোলা রেখেছি মনের গহীন।
তুমি পন্ডিত, আমি সাধু,
মন খারাপের ঢেঁকি।
ভোরের ন্সিগ্ধ সকালে,
আমার মনের আকুতি মিটাতে
ঘুম ভাঙ্গার ক্ষণে মুখ আরশিতে।
ঠোঁট রাঙা আর পরিপাটি মাথা
গোছানো তোমার অনুলিপির পাতা,
পাঠিয়েছ আমার তরে
আমি আপ্লুত স্বরে ।
তুমি শ্রাবণ আমি মেঘ,
তুমি বর্ষা, আমি প্লাবন।
তুমি পন্ডিত আমি সাধু,
মন খারাপের ঢেঁকি।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া