বিকাশের আগেই হারিয়ে যাচ্ছে
কত শত উদীয়মান প্রতিভা
মাদক সেবনে বিকৃত-মস্তিস্ক
সংসার বিরাগী, কর্মে অনিহা।
নেশাগ্রস্ত বিবেক বিলুপ্তি
মানষিক উচ্ছৃঙ্খলতায়
জনক জননীকেও প্রহারে দ্বিধা নেই
আক্রান্ত হয়ে মাদকের নেশায়।
অধুনা মাদকের করাল গ্রাসে
বিধবা হয় নারী , এতিম বহু প্রান
সুখের সংসারে জ্বলে অনল
মাদক সেবনের প্রতিদান।
কিশোর কিশোরী তরুণ তরুণী
মাদকাসক্তে রত
বাদ পরেনি শিক্ষাঙ্গনে শিক্ষার্থী
যা ভাবতে লাগে বিস্মিত।
আগত প্রজন্ম রক্ষার্থে
সমাজ হতে হবে সচেতন
সজাগ দৃষ্টি দিতে হবে
এদেশের আইন প্রশাসন।
মাদক আগ্রাসন বিলুপ হলে
শান্ত হবে সমাজ, উন্নত হবে দেশ
সমাপন হবে হাহাকার ধ্বনি
জনগণ পাবে নন্দিত পরিবেশ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া