গাছের মাথার উপর বিশাল শূন্যতা,
ডালপালা যতই থাকুক ছড়িয়ে ছিটিয়ে
মাথার উপর ফাঁকা,
লতানো গাছের পাতার মাচায় পাখি বানায় বাসা।
ভালোবাসার টানে গাছও আগলে রাখে,
অভিমান করে কত-শত!
পাখি ও তাকে ফেলে একদিন যাবে চলে,
প্রেমিক যুগল শত শপথের পরেও হৃদয় ভাঙে।তখন তাদের হুদয় জুড়ে থাকে অসুখের ছানাপোনা,
সাথে থাকে সামর্থবান বেদনা,
দুঃখের ও থাকে নিজস্ব অহমিকা দাপুটে হাকডাক,
বুক ফুলিয়ে হেঁটেচলা,
আকাশের বুকে জোছনার বাস রইরই আনন্দ,
আমি বড্ডই একা ঠিক গাছের মতো।
তাই নিজকে দেখি আয়নায় দাঁড়িয়ে,
আমি ত নদীর মতো একাই বয়ে চলেছি।
মাথার উপরে শূন্যতায় ভরা রাত,
সঙ্গী আমার কালীগঙ্গা নদীর পাড়।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া