কিসের জানি অভাব আমার মনটা ফাঁকা লাগে,
বিয়ের বয়স শেষ হচ্ছে অপূর্ণতা জাগে।
তোমার কথা মনে পড়ে বার বার,
দেখি ছবি ,পড়ি কবিতা তোমার।
হৃদয়ে দোলা লাগে রক্ত সঞ্চালন নিস্তব্ধ,
ইচ্ছে শক্তি একেবারে দুর্বল,হৃদপিন্ড আবদ্ধ।
মনে নেই কোন জোয়ার,ভাটা ধরেছে কেবল,
হেমন্তের কনকনে নরম আবহাওয়ায় অবশ শীতল।
বুঝতে পারলাম, শুধু শূন্যতা তোমার,
১১৫দিন গত হলো যোগাযোগ বিচ্ছিন্ন তোমার আমার।
কেবল খুব নিরস ভাবেই বেঁচে আছি,
অপেক্ষায় থাকি দিন যায়, রাতে কথা হবে, সবটুকুই মিছি।
কথা আর আসেনা ফিরে, বেঁচে আছো না মরে,
মিছিল মিটিং কাজ, কিছু্ই তো জানালেনা আরে ।
প্রদীপ জ্বলে না আমার ঘরে,শোয়ে পরে,
কোন একদিন বিছানায় বিছানো চাদরে।
কেটে যায় দিন ,রাতে জোনাকির আলোয়,
তবু ভাল বাসা আর ভূলা যায় না ভালোয়।
শীতের কুয়াশামাখা রোদ চিকচিক রোদের আলোয়,
কেবল শূন্যতা ভালবাসা ফিরে পাওয়ার আশায় ।
এখনো বেঁচে আছি, কেবল তোমার ভালবাসায়,
পেতে মন চায় কেবল তোমার হৃদয় স্পর্শতায়।
মনে কিসের অভাব, শূন্যতা শূন্যতা ভাব,
জানি না কবে পাবো তোমার সাক্ষাতের আবির্ভাব।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া