খুব সহজ আজকাল লোক ঠকানো,
যে যেভাবে পারছে যাচ্ছে ঠকিয়েI
কেউ ঘরে ঠকছে, কেউবা বাইরের জগতে,
কেউবা রাজনীতির শিকার হচ্ছে অফিসে আদালতেI
কেউ কেউ আবার দলের দোহাই দিয়ে দখল করছে অন্যের বাড়ি গাড়িI
ব্যবসায়ীরা ঠকাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে,
উচ্চবিত্তের সিন্ডিকেটে
বলি হচ্ছে স্বপ্ন স্বাদ মধ্যবিত্তের।
এরই মাঝে আধ পেটা খেয়েই খুশি থাকে ঠকে যাওয়া নিম্নবিত্তরাI
রাজনীতির ছল চাতুরিতে ঠকছে নিরীহ প্রজাI
বন্ধুত্বের সুযোগে
নিজের স্বার্থ হাসিলে
ঠান্ডা মাথায় প্যাঁচ করে কেউবা বানায় বন্ধুকে বলির পাঠা।
তারাই আবার,
চোখে মুখে সমবেদনার বুলি নিয়ে নেয় টেনে বুকের মাঝেI
স্বভাবগত ঠকানোর সুযোগটা সহজে কেউ পারেনা ছাড়তে,
সুযোগ পেলেই বিপদের মুখে ধাক্কা দিয়ে মজা নেয় তারাI
নরম সুরে সুমিষ্ট কথার ছলে ভালোবাসার নামেও ঠকিয়ে যায় প্রেমিক প্রেমিকার দল।
ভরসার হাত রেখে কাঁধে,
ভালোবাসার সর্বনাশা চুমু খেয়ে
নিঃস্ব করে দেয় প্রেমিকাকেI
অবলা নারীরা একেই ভালোবাসা ভেবে
পুলকিত হয়ে নিজেকে দেয় উজার করে।
ঠকে যায় নিজেই নিজের বোকামীতেI
চার দেয়ালের ভেতরেও চলে ঠকানোর কারসাজি,
পুরুষেরা নারীকে ভাবে,
অভিব্যক্তিহীন অস্থিমজ্জা বিহীন জড় পর্দাথের একটা মাংসপিন্ড মাত্র!
ধর্মের দোহাই দিয়ে,
আগলে রাখার নাম করে কেবলই ভোগ করে।
অবলা নারীর দল জীবনভর এভাবেই যায় ঠকে।
বর্ণময় এই জগতে অর্থের বিনিময়েও প্রেম মিলে,
যদিও সে প্রেমে মেলে না প্রশান্তি,
তবুও সাময়িক সুখের আবেশ পেতে নিজেকে খুঁজে পেতে কিনে নেয় প্রেমিকাকে।
ঠকে গেছে জেনেও বোকা নারীরা নিজেকে বিলিয়ে দেয় টাকার কাছেI
মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে,
এই সমাজে কেউ কী কাউকে ভালোবাসে গভীরভাবে?!
নাকি শুধুই লোক দেখানো প্রেম আর ঠকানোর পরিকল্পনা চলে?!
ঠকে যাওয়া এই সমাজে,
ঠকানোর কুৎসিত মানসিকতায় চারপাশ ভরে গেছেI
ঠকে গিয়ে, মেনে নেয়া আর মানিয়ে নেয়ার
এই আর্বজনাময় সমাজে,
স্বপ্নময় ভবিষ্যত আর নিজের অস্তিত্বকেই টিকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা চলে।
সহকারী শিক্ষক
সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল
বাড্ডা ঢাকা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া