আমরা বাঙ্গালী, আমরা ভাই ভাই
সেই ৫২, ৭১, ৯০ কিংবা ২৪ এর জুলাই
বিপদে আমরা জেগে উঠি
প্রয়োজনে জাগিব আবার, বারবার
শত্রুর চোখ রাঙ্গানো
আমাদের মুচকি হাসি
কারণ; আমরা জানি
আমরা দেশটাকে ভালবাসি।
এইতো;
সভ্যতার জয়জয়কার মাহেন্দ্রক্ষণেও
দেখি অসভ্য হায়নাদের ক্ষমতার কাড়াকাড়ি
আমরা গুম দেখি, খুন দেখি
স্বজনের আহাজারিতে আকাশকে হতে দেখি ভারি
দেখি হত্যাজজ্ঞে রক্তের হোলি খেলা ,
ক্ষমতার লোভে সারি সারি লাশের মেলা,
আমরা রাতের আঁধারে ভোট চুরি দেখি
জোর করে ক্ষমতায় গেড়ে থাকার দম্ভ দেখি।
দেখি হায়নাদের হিংস্র হুংকার,
দিশেহারা, অসহায়, নির্বাক থাকি।
সব দেখা শেষে;
আমরা প্রতিবাদ করতে শিখেছি
রক্তের দাগ হৃদয়ে শুকিয়ে দৃঢ় হয়েছি।
ধীরে ধীরে রাঙ্গিয়েছি চোখ।
আমরা মরতে শিখেছি
এগিয়েছি ধুরুধুরু বুক।
হয়েছি দূর্বার, মুষ্টি করেছি দৃঢ়
চূর্ণ করেছি দম্ভ, করেছি কুপোকাত।
আমরা মৃত্যুর ধরি হাত।
ভয়কে জয় করে ভেঙ্গে দেই
পিশাচের নীল বিষাক্ত দাঁত।
ক্রান্তিলগ্নে দেশের তরে, দেখেছি
প্রিয় সেনাবাহিনীর দেশপ্রেম
"শান্তিতে সমরে সর্বত্র মোরা দেশের তরে"প্রতিবাদী কবিতা
পেয়েছি তাদের এই স্লোগানের প্রমাণ।
পরিবর্তনের সূর পেয়েছি পরিবর্তন হোক
অন্যায় রুখে দিতে শিখে গেছি
আর কোন হায়নার জন্ম না হোক
এই হোক স্লোগান
আমরা বাংঙ্গালী, আমরা বাংলাদেশী
আমরা আমাদেরই লোক।।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া