প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১২:১৭ এ.এম
কাল হাশরে : গোলাপ মাহমুদ সৌরভ

ওগো সৃষ্টি কুলের মহান প্রভু
ডাকি পাপি গুনাহগার,
আমি পাপ সাগরে ডুবে আছি
চাই দিদার শুধু তোমার।
কাল হাশরে জবাব দেওয়ার
কূলকিনারা নাই আমার,
নামাজ,রোজা,ও আমলনামা
ইবাদত করিনি তোমার।
পড়ে আছি দুনিয়ার এই মোহে
ভুলে গেছি তোমার নাম,
আমি দুঃখ লইয়া সুখ খুঁজেছি
তাই করিনি দ্বীনের কাম।
সকাল গেলো মোর দুপুর গেলো
ঘুমে কেটে গেলো রাত,
স্ত্রী,সন্তান পরিবারের গ্লাণি টেনে
স্বপ্ন দেখে হয়েছে প্রভাত।
আমি আছি কিসের মায়া মমতা
সংসার বেড়াজালে দুর্বলতা,
যৌবন শেষে গায়ে বার্ধক্যের ছাপ
পেলাম না কোনো সফলতা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া