প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৪:০১ পি.এম
কবিতা : তালের পিঠা
বিধান চন্দ্র দেবনাথ
ভাদ্র মাসে তালের পিঠা
তৈরি করেন মা,
পিঠার গন্ধে খোকাখুকির
খুশিতে ধরে না।
পিঠা খাবে খোকাখুকি
খুশিতে ধরে গান,
বিরক্ত হয়ে মা বলেন
মলে দিবো কিন্তু কান।
খোকাখুকি মায়ের ধমক
কানে নাহি তোলে,
তালের পিঠার গন্ধে তারা
পড়াশোনার কথা যায় ভুলে।
পিঠা তৈরি শেষ হলে
খুকি দেখে ছেঁকে,
খোকাখুকির কান্ড কলাপ
মা-বাবা চেয়ে চেয়ে দেখেন।
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া