আজ নীল বেদনায় আমার
হৃদয়াকাশে নামিলো দেয়া,
কূল নাই কিনার নাই, চলছে তো চলছে
জানিনা থামবে কবে সময়ের খেয়া।
সময়ের খেয়ায় অচিনপুরে
ভেসে চলছে এ জীবন,
রঙিন হারাবে রং
ছাড়তে হবে যেদিন সাধের ভুবন।
প্রতিদিনই কমছে সময়
মৃত্যুর হচ্ছে জয়,
সময়ের খেয়ায় সকলেই অসহায়
জীবন সেও আপন নয়।
নিঃসঙ্গ মানুষ এটাই বাস্তব
তবুও জীবন সঙ্গের খোঁজে মেতে ওঠে,
শেষদিনে পরান পাখিটাও দেয় ফাঁকি
মিছেই সবাই ভালোবাসার জন্য ছুটে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া