প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৩, ৫:২৬ পি.এম
ভূতের সাথে খেলা।। বিধান চন্দ্র দেবনাথ

ভূত আমায় বলল এসে
এসো তুমি রাতে,
তোমার আমার দেখা হবে
বাড়ির পিছনের ক্ষেতে।
দুইজন মিলে খেলবো খেলা
পাশের ঝাউ বনে,
তুমি হবে বর আর
আমি হব কনে।
তুমি আমি যাব দুইজন
চৌধুরীদের বাড়ি,
চৌধুরীর মেয়ের নাকি
তোমার সাথে আড়ি?
তাকে আমরা আনবো ধরে
দিবো কিছু ঝারি,
জিজ্ঞেস করে জানতে চাইবো
ভাঙ্গবে কবে আড়ি।
জামালগঞ্জ, সুনামগঞ্জ
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া