একদিন নীরব হলে
ফুরাবে তামাম অভিযোগ
তবুও যেতে যেতে বলি
কাঁটা এড়িয়ে ফুল দিলাম
সুবাস নিও, শুধু মনে রেখ।
এর বেশি কিছুই নেই
সমস্ত ফাঁকি - ছলচাতুড়ি
সমস্ত যা দেখেছিলে
ও বেবাক কারসাজি
বেঁচে থাকার হরেক ফেরি।
যা দেখেছিলে বাহাদুরি
সব ছিল নিশ্চয়তার ছল
এখানে এভাবেই টেকে সব
চলে গেলে ভুল- ভুলে যেও।
ফেরার পথে ভেজা চোখ
সেও তো অহেতুক কিছুক্ষণ
যেতে দাও, রেখ না অনুরোধ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া