প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৩, ১১:২২ পি.এম
সবজির বাজার।। বিধান চন্দ্র দেবনাথ

আমি বাজারে গিয়ে দেখি
সবজি হাটে আগুন,
এখন আমি ক্যামনে কিনবো?
পেয়াজ, আলু আর বেগুন।
কিনতে হবে অনেক কিছু
হাতে লম্বা টোকা,
সবজি কিনতে গিয়ে আমি
হয়ে গেলাম বোকা।
সত্তর টাকা কেজির কমে
কিছু কিনতে নাহি পারি,
খালি হাতে আসলে বাড়ি
বউ মারে ঝাড়ি।
লেবু কিনতে গিয়ে দেখি
পঞ্চাশ টাকা হালি,
বাজারে গেলেই মানি ব্যাগ
হয়ে যায় খালি।
[জামালগঞ্জ, সুনামগঞ্জ]
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া