পুবের জানলা খুলে দেখি তোমার মুখ,
মিষ্টি হাসিতে আকুল এ প্রাণ।
ইচ্ছে করে শত সহস্র বছর তোমাকে দেখি।
জীবনকে শত স্বপ্নের জাল তোমাকে ঘিরে।
বিরহী এ মন আমার তোমার ছায়ায় ভাসে
রঙিন হাওয়ায় ইচ্ছে করে তোমার হাতটি ধরে হাঁটতে।
মধ্যাহ্নে মন নিরবতায় নিস্তব্ধতা জমাট বাধা সর্বত্র
তখনো তুমি এই আমার মস্তিষ্কের উপর প্রভাবিত
বিকাল শেষে রঙ তুলিতে এঁকেছি তোমার ছবি।
তুমি অনন্ত কালের হৃদয়ে তোলা ছবি।
এই আমি আমারি মতো ভালোবেসেছি তোমায় পাওয়া না পাওয়া কিছুতে ভাবেনি হৃদয় অপূর্ণতাই।
তারাকান্দা, ময়মনসিংহ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া