জলন্ত উনুনে -
শব্দ পোড়ে, বাক্য পোড়ে -
পোড়ে হৃদয়ের ক্ষরণ।
গণতন্ত্রের মুখ পোড়ে -
জলন্ত উনুন জুড়ে
হৃদয়ে কাঁপন ধরে।
কচিকাঁচাদের স্বপ্ন পোড়ে -
স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের
হৃদয় ক্ষত করে।
দেশ পোড়ে - স্বপ্ন পোড়ে!
যুবক - যুবতীর ভালোবাসা উড়ে
কালবৈশাীর ঝড়ে।
আধো আয়সে - আধো বিষাদে
নেশার মতো প্রভাবে
জীবন থমথমে।।
কুলাঙ্গরের কুনজরে -
জীবন ঝরে দ্বিপ্রহরে।
গণতন্ত্রের চোখ হতে অশ্রু ঝরে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া