প্রতিকী ছবি
কার লাগিয়া কান্দ
বসিয়া নির্জনে
স্বার্থ ফুরিয়ে গেলে
ভুলে আপনজনে
এ ধ্রুব সত্য কথা
জানে জনে জনে
তবুও কেন কান্দ
চেয়ে পথপানে।
যার জন্য কান্দি আমি
তার মন ঠিকই জানে
বলছিল, নিয়ে যাবে
আমায় তার সনে।
সকাল গড়িয়ে সন্ধ্যা
নেমেছে চরাচরে
এখনো আসেনি সে
নিরজন আমার তরে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া