তোমার ভিন্ন কোনো ছায়া দেখিনি
দেখিনি তোমার অনুরূপ কোনো স্তর
যেখানে সবুজের সাথে হলুদ রঙের ঢং
চোখে পড়েনি তোমার অবিকল ভাস্কর।
দেখিনি কোথাও তোমার মতো এমন টান
টানেনি এখনো তেমন কোনো এমন আঁচল
দেখিনি তোমার মতো ভেসে যাওয়া স্রোত
যে স্রোতে ভাসে তম্বি তরুণীর ভেজা আবরণ।
তোমার এই সবুজের বিস্তীর্ণ বিস্তারে বিস্তর
যে আবেগ মেখে আছে জনতার বুকে-ঠোঁটে
সেই সীমান্ত জুড়ে রোজ যে জাগে রঙিন ঢেউ
সেই শর্ষে ক্ষেতে মেলেনি আর কোথাও চোখে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া