কুসুম কলির শোভা অপরের তরে,
ভুবনে ঘ্রাণ বিলায় নিজে তৃপ্তি ভরে।
জীবন যৌবন ঢেলে সুখী করে অলি,
মধুর লোভে জুটেছে ফেলে যায় চলি।
নিজেকে পুড়িয়ে ধূপ তিলে তিলে শেষে,
অপরের তরে শুধু যায় ভালোবেসে।
তরু শাখে ফলে ফল বায়ু এলে দোলে,
পরের খাবার দিলে নিজে দুঃখ ভোলে।
তটিনী মেটায় তৃষ্ণা যত জীবকুলে,
সুযোগে পাওনা নেবে কি সে কিছু তুলে?
জ্ঞানী গুণী যারা থাকে পরহিতে কাজে,
জীবন বিলিয়ে বাঁচে সকলের মাঝে।
মোমবাতি পুড়ে খাক পরহিতে রত,
রবি ওঠে আলো জ্বেলে বীরেরই মতো।
দানে বাড়ে পুণ্য মতি সকলের ধর্ম,
মৃত্যু এলে যাবে চলে পড়ে থাকে কর্ম।
অপরের উপকারে ভরে জয় গানে,
প্রকৃতির এটাই তো নীতি হলো মানে।
সকলের মধুময় হবে যে জীবন,
মিলেমিশে একাকার হলে এ ভুবন।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া