আমি হাঁটছিলাম স্বাধীন পথ ধরে
কিছু কাঁটাগুল্ম রক্তাক্ত করেছে
কিছু বাধা কখনো পথ রোধ করেছে
কিছু পাখিরাও নিশ্চুপ বসে ছিল।
কোথাও কেউ যেন ফুঁপিয়ে কাঁদছিল
পাশে কেউ উলঙ্গ দাঁড়িয়ে হাসছে।
কেউ কেউ শূন্য পাত্র হাতে গাইছিল
অন্ন বস্ত্র বাসস্থানের পরিচিত গান।
কোথাও বিকট শব্দের পর মৃত্যুর স্তব্ধতা
কেউ যেন যেতে যেতে বলে গেল
আস্তে হেঁটে যাও, সামনে ব্যারিকেড।
ভেসে এলো ছোট ছোট মিছিলের স্লোগান
একটা মুক্ত পাখি মুখথুবরে পড়লো মাটিতে।
কেউ একজন পাশকেটে চলে গেল
হাত ভর্তি লুকানো লুণ্ঠনের গোপন ব্যাগ।
আমি আরেকটু এগোতেই আমার পথ শেষ
একটা সাইনবোর্ডে লিখা আছে স্পষ্ট-
এরপর এগোলে তোমার মৃত্যু অনিবার্য।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া