প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ১১:৫৬ পি.এম
পরিস্থিতি -বশির আহমদ

কাঁদছ কেন
কষ্টের তরে
কিসের কষ্ট
অভাব ঘরে
এখনো বুঝি
দেখনা এসে
সবাই থাকে
ও, উপবাসে
ক'দিন ধরে
কেমনে বলি
খাও কি তুমি
হাভাতে চলি
এমন কেন
তাদের লাগি
ওদের জন্য
ভিক্ষা মাগি
বল কি তুমি
আইসা দেখ
দেখব কি তা
অশ্রু এঁকো
শুনছি কত
সুখের কথা
তাহলে সেটা
ও শটকতা
করছে কারা
নায়ের মাঝি
কেমন তারা
খুবই পাঁজি
এসব কেন
বাড়ায় দাম
সমস্যা কি
ঝরছে ঘাম।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া