আমি তোমায় অনেক চিনি, রাজা বাহাদুর
তবে তোমার নাগাল পাই না, তুমি কতদূর?
কিনি অল্প খাই অল্প, ঘুম নাই চোখেমুখে
কেমনে চলবে আগত দিন অন্তর কেঁপে ওঠে
না দেখে তোমায় বেসেছি ভালো তুমি মন্দ নও
মূল্য বেড়েছে , চড়া দাম, কান পেতে শুনে নাও
তোমার সাথে ঘুরে যারা অভাব কি তাদের আছে?
চুপিসারে যাও প্রজার কাছে, কি ভাবে তারা বাঁচে
দিনে দিনে বাড়ছে সব'ই,আছি আমি অবসরে
বেড়েছে কি ধন, রেখেছি যা,, আমি সঞ্চয়পত্রে ?
বাড়েনি তা,ঐটাই সম্বল আমি বড় অসহায়----
দু বেলা ডাল,,শুধু সবজি তবু মাস চালানো দায়।
বাজার ভর্তি জিনিসে ঠাসা তবু কেন এত দাম?
সদাই,, কিছু কিনতে গেলে বেরোয় গায়ের ঘাম
রাজা বাহাদুর,, ভালো আছো, আমি তো নেই
বাড়ছে দাম হু হু করে, তোমার কি জানা নেই?
দেশের রাজা,, তুমি মহান,, জেনে নাও চুপিসারে
লাগাম টানো বাজারে, বাড়ছে যা চক্রবৃদ্ধি হারে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া