হিমেল হাওয়ায় মন যেতে চায়
আমার সোনার গাঁয়ে,
রাখাল ছেলে যাচ্ছে মাঠে
শিশির ভেজা পায়ে।
পথের পাশে দূর্বা ঘাসে
শিশির বিন্দু হাসে ,
মাঠের কোনে সবুজ ধানে
চাষির স্বপন ভাসে।
দোয়েল কোয়েল ফিঙ্গে শালিক
ভোর বিহানে ডাকে ,
হারাণ মাঝির নৌকা ভেড়ে
নদীর বাঁকে বাঁকে।
পাখির গানে প্রভাত আনে
গভীর রাতের শেষে ,
পল্লীবালা পাথ চেয়ে রয়
আমায় ভালোবেসে।
দশানী, বাগেরহাট
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া