প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৫২ পি.এম
আমরা লড়তে জানি : এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

সবুজ শ্যামল রূপের বাহার
আমার বাংলাদেশ,
যেখানেই যাই মুগ্ধ হৃদয়
রূপের নেই তো শেষ।
চারিদিকে রয়েছে পাখিদের কোলাহল
মাঠে-ঘাটে সোনালী ফসল,
সবুজ প্রকৃতির রূপময় সৌন্দর্যে
ক্লান্ত হৃদয় হয়ে যায় শীতল।
প্রকৃতির মায়া জালে বন্দী হয়েছি
পরেছি বাংলা মায়ের প্রেমে,
উন্মুক্ত আকাশে মুক্ত বাতাসে
ধূলা দিয়ে যায় রোজ কবির প্রাণে।
সুনীল আকাশের রূপের মায়ায়
ব্যাকুল হয়ে যায় প্রাণ,
মুক্ত বাতাসের শীতল চুয়ায়
মনে করিয়ে দেয় সেই গান।
আমরা তোমার দামাল ছেলে মাগো
আজও রয়েছি জাগ্রত,
ভয় পেয়ো না মা হতাশ হয়ো না
আমরা ধরতে জানি অস্ত্র।
আমরা লড়তে জানি যুদ্ধের মাঠে
তোমাকে মুক্ত স্বাধীন রাখতে,
সবুজ শ্যামল ভূমি রক্তে রাঙ্গাবো
তোমার সম্মান রক্ষার্থে।
স্বদেশী গাদ্দার ভিনদেশী তাবেদার
কাওকে মা করোনা ভয়,
তোমার ছেলেরা মা রুখতে জানে
রক্ত ঢেলে করতে জানে জয়
শাল্লা,সুনামগঞ্জ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া