ছবি : সংগৃহীত
গাছের শাখে পাতার ফাঁকে
ভোরের আলো ফোটে
রোজ প্রভাতে রোদ পোহাতে
খোকন সোনা ছুটে।
চাদর গায়ে রাস্তা বেয়ে
কর্ম লক্ষ্যে হাঁটে
মুমিনেরা মসজিদে'তে
অলসেরা খাটে।
শস্য ক্ষেতে যেতে যেতে
পথ দিয়েছে পাড়ি
ঊষার কাছে শিশির বাঁধা
খেজুর গাছে হাঁড়ি।
সাতসকালে নতুন চালে
পিঠা বানায় ঘরে
ভাপা, চিতই, পাটিসাপটা
সুগন্ধে মন ভরে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া