অনেক কথায় শুনে গেছি
ঠিক নেই মতিগতির,
যেই কথাটা রাখতে নারি
কি লাভ প্রতিশ্রুতির?
প্রতিশ্রুতি রাখায় যদি
অসম্ভবের কলে,
এমন আশ্বাস দিয়ো না কো
বড় কথা বলে।
বিশ্বাসটাকে ধরে রেখো
ভেঙ্গো না মন কারো,
তবেই সদা বাড়বে সুনাম
ইজ্জত বাড়বে আরো।
এমন কোনো প্রতিশ্রুতি
দিয়ো না কো আর,
নিজের প্রতি আর করো না
চরম অবিচার।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া