যেই পৃথিবীতে আমি নিজেই ক্ষুধার্ত
সেই পৃথিবীতে তুমিও আমার কেউ না
কেউ না আকাশ ও ঐ নদীর স্রোত
অথবা লেকের ধারের ধূর্ত যুবক-যুবতী।
আমি চিনি না প্রকৃতির রং ও গন্ধ
জানি না নীতি বাক্যের সস্তা স্তবক।
পেটের ভেতর যে আগুনের তাণ্ডব
সেও হাত দুটো নিয়ন্ত্রণ করে রশি ধরে।
পেটের জোগান নিতে আমিও ভ্রষ্ট
নষ্ট কেউ, যে সীমান্ত বোঝে না, মানে না।
আমার কাছে মূল্যবোধ মূল্যহীন,অহেতুক
বৃথাই স্লোগান, অবান্তর অর্থহীন ধর্মের স্লোক।
দু'মুঠো ভাত দাও, সাথে দু'টো লঙ্কা ও লবণ
আমি বিশ্বস্ত দাস চিরকাল তোমার পদতলে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া