প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৩, ৬:০১ এ.এম
কবিতা।। জীবন্ত লাশ

নূরুল ইসলাম নূরচান
মানুষ-
কেন কর হাহাকার
কে তোমায় মনে রাখবে!
যতদিন কর্মক্ষম থাকবে
মানুষের কাছে কদর পাবে।
কর্ম ক্ষমতা হারিয়েছ তো
তুমি জীবন্ত লাশ;
ফুল যেমন ঝরে গেলে হারায় সুবাস।
পাখির কূজনে
মুখরিত হয় চরাচর।
পাখিরা চলে গেলে নিঃসঙ্গ নিস্তব্ধ প্রান্তর
প্রয়োজনে মানুষের কাছে মানুষের কদর,
মানুষ- বন্ধ কর তোমার হাহাকার।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া