নবীন প্রবীণ সৃষ্টিশীল মানুষদের পোর্টাল : somoyerkheya.com এই পোর্টালে প্রকাশিত লেখা গুগলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলা ভাষাভাষী হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে যায়।
লেখা প্রকাশের পর আপনার লেখার শিরোনাম লিখে গুগলে/ ফেসবুক পেইজে চার্স দিলে পেয়ে যাবেন।
লেখা আহ্বান
মাসিক সাহিত্য ম্যাগাজিন 'সময়ের খেয়া' লেখক পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চায়। আর এই লক্ষ্যে ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি অনলাইন ভার্সনও চালু আছে।
গত চার মাসে আমাদের চারটি প্রিন্ট ম্যাগাজিন নিয়মিত প্রকাশ হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র লে*খ*ক পা*ঠক*দের ভালবাসার কারণে। এই সংখ্যাগুলোতে বাংলাদেশ এবং ভারতের নবীন প্রবীণ লেখকদের লেখা স্থান পেয়েছে।
🥀প্রিয় কবি সাহিত্যিকগণ আপনারা এই পেজে লাইক ফলো দিয়ে সা*থে থা*কুন।
সাহিত্য বিষয়ক আপনার যে কোন লেখা এখানে জমা দিন। মনোনীত হলে অবশ্যই প্রকাশ করা হবে।
আমরা বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করতে চাই। আমাদের সেই পথ মসৃণ করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
ছড়া-কবিতা,সাহিত্য বিষয়ক প্রবন্ধ, ধারাবাহিক গল্প- উপন্যাস, নাটক, বিদেশি সাহিত্য, অনুবাদ সাহিত্য, বই নিয়ে আলোচনা এবং খ্যাতিমান লেখকদের নিয়ে যে কোন লেখা পাঠিয়ে দিন এই ইমেইল এড্রেসে : somoyerkheya@gmail.com
শর্ত : যেকোনো লেখার নিচে লেখকের মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা এবং এক কপি ছবি দিতে হবে।
প্রয়োজনে যোগাযোগ : 01714 011 500
আমাদের ওয়েবসাইট : www.somoyerkheya.com
facebook পেজ : মাসিক সময়ের খেয়া
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া