বিজ্ঞানীরা পরিমাপের নানাবিধ একক আবিষ্কার করে মানবকূলের প্রভূত উপকার সাধন করেছেন তাতে দ্বিমত পোষণের অবকাশ অবশ্য কারো নেই।কিন্তু একটিবার গভীরভাবে ভেবে চিন্তে দেখুন তো উনারা কী সকল বিষয়ে সফল? যেমন ভালবাসা,প্রেম,প্রীতি,আদর,সোহাগ,সহানুভুতি,দয়ামায়া,রাগঅনুরাগ,বন্ধুত্ব,সম্পর্ক,হৃদয়ের টান,সহমর্মিতা,কৃতজ্ঞতা,স্নেহ,নিষ্ঠুরতা,ষড়যন্ত্র,হিংসা,বিদ্বেষ,অহংকার,অপমান,পরশ্রীকাতরতা,কূটবুদ্ধি,চক্রান্ত,আবেগ,কামনা-বাসনা সহ আরো নানাবিধ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো পরিমাপের জন্য উনারা কী কোনো বিজ্ঞানভিত্তিক একক আবিষ্কার করতে সক্ষম হয়েছেন?
নিশ্চয় না!তাহলে আমরা ধরে নিতে পারি বিজ্ঞানও সর্বক্ষেত্রে সফল নয়।আমার এক প্রতিবেশী বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে উনার স্ত্রী, পুত্র-কন্যাগণ,নাতী-নাতনী,পাড়া-প্রতিবেশীগণ এমন কাদাঁ কাদঁলেন উঠোনের খড় সব ধুলো হয়ে গেল।তাতো স্বাভাবিক।কিন্তু এ আবেগ কতটুকু বাস্তব বা আবেগময় তা পরিমাপ হলো -যখন সন্ধ্যায় বৃদ্ধের এক পুত্রকে বলা হলো,যাওতো,তোমার বাবার চিতায় একটা মোমবাতি আর একটা আগরবাতি জ্বালিয়ে এসো।আমতা,আমতা করে বললো,একা যাওয়াটা কী ঠিক হবে?
হায়রে!কোথায় পালালো ভালোবাসা,আবেগ? সব মেকী,ভূয়া,অর্থহীন। আসলে সব স্বার্থ।স্বার্থ পুরালে সব মূল্যহীন!
কিশোরগঞ্জ।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া