হাবুমিয়া হাটে গিয়া
পড়ে যেন ফান্দে,
ভালো কিছু নাহি পেয়ে
রাগে শেষে কান্দে।
বধূ তারে নিতে বলে
বড় দেখে মাছটি,
দ্রুত কুটে পারে যেন
সাজুগুজু কাজটি।
দিশা হেরে হাবু আনে
শাক-পুঁটি কিনিয়া
দেখে তাহা বধূ আহা
ব্যাগ নেয় ছিনিয়া।
গাল ফোলা করে বধূ
ব্যাগ ছুড়ে ভাগারে,
এ কাণ্ডে হাবুলের
মনে লাগে দাগা রে।
বিলাসী রে ঘরে এনে
নাই কোন শান্তি,
হাবুলের জীবনেতে
নেমে আসে ক্লান্তি।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া