রাতে জেগে কত ভাবন
মনের খাতায় লেখে,
ভোর বেলাতে মন আনন্দে
চোখ বুলিয়ে দেখে।
থাকিও না বিভোর ঘুমে
ওঠো সকাল বেলা,
কলম আঁচড় খাতার পৃষ্ঠে
লিখো ছন্দের মেলা।
রৌশানীতে ভরিয়ে দাও
মনের কথা ছন্দে,
ধরার বুকে সত্যের সুবাস
ছড়িয়ে যাক গন্ধে।
স্বপ্ন গুলো বাস্তবতায়
রেখো মনের ঘরে,
কবির ভাবন উদ্ভাসিত
পাবে সকল তরে।
উদার চিত্তে লিখে কবি
মন বাগিচায় গেয়ে,
এই ধরণী হয় যে পাগল
কবির বচন পেয়ে।
ঢাকা, গাজীপুর।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া