শূন্য পকেটে শহর মাড়িয়েছি বহুবার
অলিগলি পেরিয়ে হাইওয়েতে দুর্বার
স্বার্থের জুয়াখেলায় সবাই জয়ের খুঁজে,
পর তো পর আপনগুলো সুযোগ খুঁজে বারবার।
ক্ষিধায় কাঁকড় চিবোতে পথশিশু উন্মাদ,
মুখের ভাষা নেই, নেই মানুষি পরিচয়টাও
ছেড়াচটের মোড়ানো প্রাণগুলোর নিঃশ্বাস চলে
বার বার শিকার হয় অন্ধবিশ্বাসি প্রাণটাও।
রাজনীতির নোঙড়া জাল জন্মদেয় নতুন ইস্যু,
বলিহয় সাধারন কিছু অন্ধবিশ্বাসি অনুসারী,
স্বার্থের নায় পাল তুলতে জন্মদেয় ধর্মীয় দাঙ্গা
জাতপাত রং বেরঙ্গ উঁচু নিচু এমন ভুরিভুরি।
স্বপ্নরা বার বার ক্ষমতার কাছে হোচট খায়,
আর মুখ ধোবরে পড়ে,,মাথা তুলে দাঁড়াতে পারেনা
সেই সৃষ্টিলগ্ন হতে ক্ষমতার পদপৃস্ট হয়ে হারিয়ে যাচ্ছে,
উচু নিচুর এই মরণ খেলায় স্বপ্নগুলো অধরাই থেকে যাচ্ছে।।
উপকারে অপকার চলছে হরদম
জীবনের পাতায় রংহীন প্রতিচ্ছি
শিকড় মুলহীন শাঁখের পরগাছারুপে বেঁচেথাকা।
নিজেকে বড়ই পরগাছা মনেহয়
যার সব থেকেও কিছুনাই
স্বপ্নহীন আশাহীন অস্তিত্বহীন,
একদম অঁচল পরেথাকা পাই।।
চাইলেও নিতে পারছিনা নিঃশ্বাস!
যেনো দম আটকে আসছে,
নাম মাত্র স্বাধীন আছি,পরাধীনতার বৃক্ষে।।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া