প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ৩:৩০ পি.এম
অপেক্ষা : নূরুল ইসলাম নূরচান

সেদিন সন্ধ্যেবেলা এসেছিলে তুমি,
আমি ছিলাম না বাড়ি, শুনে বুকের
বাঁ পাশটায় চিনচিন করেছে আমার
আবার কবে আসবে তুমি, বলো শুনি?
তোমার রাঙা ঠোঁটের হাসি মুখখানা
দেখার জন্য দাঁড়িয়ে থাকি আমি পথের ধারে
কত বসন্ত পেরিয়ে গেল, আমি দাঁড়িয়ে আছি
এ পথে কত মানুষ আসে-যায়, কিন্তু তোমার
দেখা মেলে না, অপেক্ষার নাম যদি প্রেম হয়
তবে তোমার জন্য অপেক্ষা করব আমি
যুগ-যুগান্তর, অনন্ত পথের পথিক হব আমি
যতই আসুক ঝড়ঝঞ্জা, আমি লড়ে যাব পাঞ্জা।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া