আজকের এই দিনে লক্ষী সোনা
ধরার বুকে আসে,
তাঁকে পেয়ে সবাই তখন
নাচে গানে হাসে।
লক্ষী সোনা চাঁদের কণা
নামটি রাখি রাফা,
আদর সোহাগ পেলে তখন
খুশিতে সে লাফা।
এই ভুবনে তাকে পেয়ে
পেলাম চাঁদের আলো,
তাহার মুখের হাসি দেখে
লাগে সবার ভালো।
চাঁদের হাসি জোছনা ছড়ায়
রঙিন মুখে হেসে,
হাসির মাঝে মুক্তো ঝড়ে
ধরার বুকে এসে।
সারাটি দিন ঘরের কোণে
করে অনেক খেলা,
ভাইয়ের সাথে খুনসুটিতে
কাটায় খানিক বেলা।
অবুঝ সোনা খুকি মোদের
মিষ্টি কথা বলে,
কথা শুনে মনের ব্যাথা
যায় যে দূরে চলে।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া