ঢাকা ০৯:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি ও মেঘমালা : সাগর আহমেদ 

  • আপডেট সময় : ০৯:৪৯:১৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৬৩৮
জলে জলে জল তরঙ্গ
জলের মাঝে ঢেউ,
সেই জলেতে বসে আছে
আউলা চুলে কেউ।
কে গো তুমি জল কন্যা
জলেতে নাইওরী,
খোঁপা সাজায়, কন্যা বলে
আমিতো মেঘ পরি।
একটু পরে উড়াল দেবো
যাবো মেঘের দেশে,
সাথে নেবো জলের কনা
অনেক ভালোবেসে।
রোদ বাতাসে জল উড়বে
সাজবে মেঘে মেঘে,
রৌদ্র মেঘের খেলাটাও
জমবে থেকে থেকে।
জল কনাতে মেঘের বাসর
হবে মেঘমালা,
তাথৈ তাথৈ বৃষ্টি হবে
কাটবে সারা বেলা।

বৃষ্টি ও মেঘমালা : সাগর আহমেদ 

আপডেট সময় : ০৯:৪৯:১৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
জলে জলে জল তরঙ্গ
জলের মাঝে ঢেউ,
সেই জলেতে বসে আছে
আউলা চুলে কেউ।
কে গো তুমি জল কন্যা
জলেতে নাইওরী,
খোঁপা সাজায়, কন্যা বলে
আমিতো মেঘ পরি।
একটু পরে উড়াল দেবো
যাবো মেঘের দেশে,
সাথে নেবো জলের কনা
অনেক ভালোবেসে।
রোদ বাতাসে জল উড়বে
সাজবে মেঘে মেঘে,
রৌদ্র মেঘের খেলাটাও
জমবে থেকে থেকে।
জল কনাতে মেঘের বাসর
হবে মেঘমালা,
তাথৈ তাথৈ বৃষ্টি হবে
কাটবে সারা বেলা।