ঢাকা ০৯:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেরার পথে।। আবদুল্লাহ আল মামুন রিটন

  • আপডেট সময় : ১০:২১:১৭ পিএম, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৬৪৮

একদিন নীরব হলে
ফুরাবে তামাম অভিযোগ
তবুও যেতে যেতে বলি
কাঁটা এড়িয়ে ফুল দিলাম
সুবাস নিও, শুধু মনে রেখ।
এর বেশি কিছুই নেই
সমস্ত ফাঁকি – ছলচাতুড়ি
সমস্ত যা দেখেছিলে
ও বেবাক কারসাজি
বেঁচে থাকার হরেক ফেরি।
যা দেখেছিলে বাহাদুরি
সব ছিল নিশ্চয়তার ছল
এখানে এভাবেই টেকে সব
চলে গেলে ভুল- ভুলে যেও।
ফেরার পথে ভেজা চোখ
সেও তো অহেতুক কিছুক্ষণ
যেতে দাও, রেখ না অনুরোধ।

ফেরার পথে।। আবদুল্লাহ আল মামুন রিটন

আপডেট সময় : ১০:২১:১৭ পিএম, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

একদিন নীরব হলে
ফুরাবে তামাম অভিযোগ
তবুও যেতে যেতে বলি
কাঁটা এড়িয়ে ফুল দিলাম
সুবাস নিও, শুধু মনে রেখ।
এর বেশি কিছুই নেই
সমস্ত ফাঁকি – ছলচাতুড়ি
সমস্ত যা দেখেছিলে
ও বেবাক কারসাজি
বেঁচে থাকার হরেক ফেরি।
যা দেখেছিলে বাহাদুরি
সব ছিল নিশ্চয়তার ছল
এখানে এভাবেই টেকে সব
চলে গেলে ভুল- ভুলে যেও।
ফেরার পথে ভেজা চোখ
সেও তো অহেতুক কিছুক্ষণ
যেতে দাও, রেখ না অনুরোধ।