
শিক্ষায় জাতির মেরুদণ্ড গুণীজনের বাণী,
হচ্ছে কেন জ্ঞানে ভঙ্গুর জাতির চোখে ছানি?
মন যাহা চায় তাহায় হবে ছেলে কিংবা মেয়ে,
কুরুচিকর শিক্ষাক্ষেত্রে আঁধারে রয় ছেয়ে।
পাঠ্য বই যে প্রশ্নের মুখে ছলা কলায় আঁকা,
দিন শেষেতে দেখবে জাতি শিক্ষার পথটা বাঁকা।
অন্ধ বিবেক মরছে শোকে বর্তমান এই যুগে,
পোস্টমর্টেম হয় শিক্ষাক্ষেত্রে সেলাই ছাড়া ভুগে।
শিক্ষার অঙ্গ খুলে নিয়ে মর্গে ফেলে রাখে,
পচন ধরা শিক্ষার দেহে ব্যাকটেরিয়া থাকে।
অঙ্কুরোদগম হওয়ার আগে মরছে আঁতুড় ঘরে,
অকাল গর্ভ আক্কেল জ্ঞানে নীতির ভাটার চরে।
নিউট্রিশনের ঘাটতি আছে দেখো চেকাপ করে,
অকালে আজ শিক্ষায় জাতির হাড়ের ক্ষয়ে ধরে।
শিক্ষার দেহের ছিন্ন শব্দে এন্টিসেপ্টিক মেখে।
কাটা লাইনের অক্ষর গুলো কলমে যাই লেখে।